রাত বলে আমি আধার
নয়তো পরিস্কার।
চারি দিকে শুধু কালো
ধুধু অন্ধকার।


মিটি মিটি জ্বলে জোনাকীর আলো
ঝোপ ঝাড়ের মাঝে।
মাঝে মাঝে শিয়ালের ডাক
সবার কানে বাজে।


হুতুম ডাকে বাঁশ বাগানে
চাঁদনী রাতের আলোয়।
সকল প্রকৃতি চাঁদনী রাতে
দেখায় অনেক ভালোয়।


রাতের শেষে ভোরের আজান
আসল ভেসে কানে।
রাতের শেষে ঘুম ভেঙ্গে যায়
পাখ পাখালির গানে।