রাতের শেষে উঠল হেসে
সোনালী ঐ প্রভাত,
সোনালী সকাল দূর করে
আধার কালো রাত।


ভোরের বেলা শিশির মেলা
উঠল এবার হেসে।
রোদের মাঝে মুক্তা শিশির
গেলো এবার মিশে।


শিশির ভেজা ঘাসের ডোগায়
যেন মুক্তার দানা,
সকাল বেলা শীষ দিয়ে যায়
দোয়েল পাখির ছানা।


কিচির মিচির পাখি ডাকে
ঘুমযে সবার ভাঙ্গে
মাঝি মোল্যা পাল তুলে যায়
সকাল বেলা গাঙ্গে


রাখাল সেথা গরু লয়ে যায়
শিশির ভেজা মাঠে।
চাষা সেথায় লাঙ্গল নিয়ে
আপন মনে হাটে।