তুমি এলে তাই এজীবন হলো পূন্য
তুমি এলে তাই দূর হলো সকল শুন্য।
তোমার জন্য বুকের ভিতর করে হাহাকার
তুমি হীনা এজীবন শুন্য একাকার।


তুমি এলে প্রিয়া জীবন পেল নতুন রুপ
তুমি এলে তাই জীবন হলো ধন্য খুব।
তুমি এলে তাই জীবন হলো ছন্দময়
তুমি এলে তাই জীবন ভরে গেল পূন্যতায়।


তুমি প্রিয়া ভাবনার আকাশে উজ্জল তারা
তুমি হীনা এজীবন হয় ছন্দ হারা।
তুমি এলে তাই জীবন হলো সুরময় ছন্দ
তুমি ছাড়া এজীবন লাগে বড়ই অন্ধ।


রচনা কাল৪-০৬-২০১৫