অশ্রু হীন নয়নে কেঁদে কেঁদে
সারা নিরবে বুক ফাটা
চিৎকার হীন বোবা কান্না।


শব্দ হীন অশ্রু হীন হৃদয়
ভাঙ্গা কান্না কেউ শুনতে
পায়না তবুও কাঁদে এই হিয়া।


ভালবাসলে বুঝি এমন নিরবে
কাঁদতে হয় জল হীন নয়নে
হয় হৃদয়ের রক্ত ক্ষরণ।


কেউ শুনতে পায়না সেই বোবা
কান্না ভালবাসা হারা হৃদয়ের
পারিনা আত্তচিৎকার করে
কাঁদতে লোক লজ্জার ভয়ে।


প্রিয়া হারা ব্যাথায় হৃদয়
করে হাহাকার তুমি হীনা
ও প্রিয়া।


নীড় ভাঙ্গা পাখি যেমন
নীড়ের জন্য কাঁদে
তেমনি আমার হৃদয় কাঁদে
শব্দ হীন বোবা কান্না।
                             রচনা কাল ১১-১২-২০১৫