মানবতা আজ কোথায় গেল
হচ্ছে শিশু বলি,
কেউ বা তাদের হত্যা করে
কেউ বা করে গুলি।


টাকার লোভে আজকের দিনে
করছে শিশু অপহরন,
চায় তারা অনেক টাকা
নাইলে হয় মরণ।


শিশু হত্যা শিশু নিযাতন
হচ্ছে আজকে দেশে,
অবুঝ শিশু বোঝেনা সে
হচ্ছে বলি কিসে।


আজকের দিনে মানবতার
বড়ই অভাব ভাই,
স্বাধীন দেশে আজকের দিনে
মানবতা নাই।


শিশু হত্যা শিশু ধষন
বাড়ছে দিনে দিনে,
ওরা অবুঝ ছোট্র শিশু
কেমনে জীবন নিলে।


ফুলের মত শিশু গুলো
হচ্ছে আজকে খুন,
আজকের দিনে ওদের নিয়ে
সবাই একটু ভাবুন।

    এই কবিতা টি দৈনিক দৃষ্টিপাতে ২-০১-২০১৬ ইং তারিখে
প্রকাশ পেয়েছে।