প্রিয়তমা তুমি ছিলে আমার
বুকের মধ্যে হৃদয়ের স্পন্দন।
ভালবেসে ছিলাম আমি তোমাকে
নয় তোমার রুপ লাবন্য।


ভেবে ছিলাম আমরা দুজন
সারা জীবন এক সাথে থাকব।
কিন্তু তা হলোনা চলার পথটা কোন
অজানা ভুমিকম্প বা সাইক্লোনে
বিধ্বংস সে পথ।


আগে মনে হতো আমার কষ্টে
তুমি  কষ্ট পাও সুখে সুখ।
না আমার ধারনা টা ছিল
নিছক শুধু মিছে আশা।


আমি তবুও তোমাকে ভেবে আজো
কষ্ট পাই নিরবে বুক ফাঁটা কান্না আসে
অশ্রু হীন নয়নে।
তবুও আমি হাসি তোমার সুখে।


জানিনা ভালবাসা কি একে কয়
মাঝ রাতে ঘুম ভাঙ্গলে,
কানে বাজে তোমার বলা কথা গুগো
চোখ বুজলে চোখে ভাসে পুরান স্মৃতি।


পুরান দিনের স্মৃতি আজো
আমায় কখনো কাঁদায় আবার
কখনো হাসায়।


একটি কথা আমি মনকে বোঝাই
যেটা আমার মনের পটে স্মৃতি সেটা
কোন নিরব নিদ্রার স্বপ্ন।


এই শান্তনা দিয়ে আমি মনকে বোঝাই
ফেলে আশা স্মৃতি গুলো যেন
কোন এক রাতের নিদ্রাহীন স্বপ্ন।