চোখ ধাঁধানো মন ভোলানো
রুপে ভরা সোনার বাংলাদেশ।
রুপে গুনে সবার সেরা
নেইকো তার রুপের শেষ।


প্রভাতে রক্তে রাঙা সূয্য ওঠে
ঐ পূর্ব গগন চিরে।
পাখ পাখালি যায় ছুটে যায়
খাবার খোজে ঐ দূরে।


শিশির ভেজা সবুজ ঘাসে
মুক্তার ঝিলিমিল।
সবুজ শ্যামল বসুন্ধারা
পরিবেশ নিরি বিলি।


সকল দেশের সেরা মোর
সোনার বাংলা তুমি।
তোমার বুকে জন্ম নিয়ে
ধন্য হলাম আমি।


রুপের রানী বাংলা তুমি
মন ভোলান মায়াবতী।
বাংলা আমার জীবন মরন
চিরদিনের বাঁচার সাথী।


    বন্যাতলা শ্যামনগর,