তুমি এলে তাই এ জীবন হলো পূর্ন,
তুমি এলে বলে দূর হলো সকল শুন্য।
তোমার জন্য বুকের ভিতর করে হাহাকার,
তুমি হীনা এজীবন শুন্য একাকার।


তুমি এলে তাই জীবন পেল নব রুপ,
তুমি এলে তাই জীবন হলো ধন্য খুব।
তুমি এলে জীবন হলো ছন্দময়,
তুমি এলে জীবন ভরে গেল পর্নতায়।


তুমি মোর ভাবনার আকাশে উজ্জল তারা,
তুমি হীনা জীবন হয় ছন্দহারা।
তুমি এলে জীবন হলো সুরেলা ছন্দ,
তুমি হীন এজীবন লাগে বড় অন্ধ।