আমি হব বিদ্রোহী বিল্পবী করিব সব চুরমার
করিব বিনাষ অন্যায় অবিচার।
সে দিন করবো ধ্বংস অন্যায়ের মহা দূর্গ সবে,
ন্যায়ের আঘাতে অন্যায় কুপোকাৎ হবে।


বিদ্রোহী আমি বিদ্রোহী হবো মহা বীর,
অন্যায়ের কাছে নত করি নাকো শীর।
বিদ্রোহী হয়ে করি সব ধ্বংস চুরমার,
আমি বিদ্রোহী হব মহা দূর্বার।


আমি বিদ্রোহী হব সীমাহীন দূর্বার
ধ্বংস করিব অন্যায়ে দূর্গ চুরমার।


হবে লয় অন্যায় ও সকল অবিচার
মহা বিল্পবে আসবে জয় জয়া কার।