হাজার কবির কাব্য কানন বাংলা,
কবিতার আসর তুমি।
বাংলা কবিতার আসর যেন এক,
কবির প্রিয় ভুমি।


সাজায় কত কবি ছন্দে গাথা শত,
কাব্য কথার মালা।
বাংলা কবিতার আসর যেন কোন,
কাব্য মন্জুষা বা কাব্য মালা।


শত শত কবির চারোন ভুমি বাংলা,
কবিতার এই আসর।
বাংলা কবিতার এই আসর যেন আজ,
নব্য কবির সুখের বাসর।


হাজার কবিতার মালা গাঁথা যেন,
কবির এই ভালবাসার ভাব্য।
কাব্য মন্জুষা কবিতার আসর,
হাজার কবির কাব্য।