বন্ধু তোমায় আমার গাঁয়ে রইলো নিমন্ত্রন।
সবুজ শ্যামল সোনার গাঁয়ে তোমায় আমন্ত্রন।
কাঁদা মাটির মেঠ পথে সবুজ ঘাসের গালিচায়।
ভোরের শিশির বিহান বেলা পা  যে সবার ধুয়ে দেয়।


বিলের জলে শাপলা ফুল ভোর বাতাসে দোলে।
পূর্ব গগনে সয্যি মামা আলোর দুয়ার খোলে।
পাখির ডাকে ভোর বেলাতে ভাঙবে তোমার ঘুম।
ঘরের খোপের পায়রা গুলো ডাকে বাক বাকুম।


আমার গায়ের মানুষ গুলো বড্ড সরল সোজা।
কষ্টে কাটে তাদের জীবন নেইকো মনে দুঃখের বোঝা।
বন্ধু তোমায় রইলো নিমন্ত্রন ঐ না আমার বাড়ি।
বন্ধু তুমি না আসিলে থাকলো তবে আড়ি।