আজো আমি তোমার অপেক্ষাতে দিন গুনি
কবে তুমি আসবে একটি পলক দেখবো,
বলে অধির আগ্রহে তোমারর পথের পানে
চেয়ে থাকি ওগো প্রিয়তম।
তোমায় আমি পাবনা জানি তবুও কোন
অজানা টানে তোমার জন্য মন বার বার,
ছুটে যেতে চায় তোমার কাছে।
মনকে বলি কেন ছুটিস ও দিকে কি পাবি
পাবিনা কিছু শুধু অবহেলার যন্ত্রনা,
তবু ও কেন যে কাঁদিস বুনো ময়না পাখির জন্য
ও কি আর তোর মন পিন্জরে থাকতে চায়।
সেতো অন্য বনে সুখের বাসা বেঁধেছে,
(চলমান)