লক্ষ শহীদের রক্তের দামে কেনা এই বাংলাদেশ,
রক্তে কেনা বাংলার কথা হয়না বলে তবু শেষ।
আমার তখন জন্ম হয়নি এই বাংলার বুকে,
সব ইতিহাস জেনেছি পড়ে আর গুনি জনের মুখে।


প্রথম যখন পূব পাকিস্তান ছিলো মোদের নাম,
পশ্চিমা ঐ পাকিস্তানের কাছে ছিলোনা কোন দাম।
বায়ান্নোর ঐ ভাষা আন্দোলনে শহীদ হলো ওরা,
রফিক শফিক জব্বারের নাম ভুলিস নাকো তোরা।


ওদের খুনে বাংলার মাটি রক্তে হলো লাল,
ভাষা শহীদের আবদানের কথা মনে রবে চিরকাল।
একাত্তরের ২৫শে মাচ ঐ কালো রাতে গনহত্যা শুরু,
চতুর দিকে গোলা গুলি ভয়ে সবাই কাপছে দুরু দুরু।


২৬শে মাচ ঘোষনা এলো মুক্তিযুদ্ধোর জন্য,
ঘরে ঘরে দূগো গড়ো হাতযে মোদের শুন্য।
যার কাছে যা তাই নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়ো,
পাক বাহীনির সাথে সবাই বুক চিতিয়ে লড়ো।


সেই ঘোষনা শুনে সবার মাথায় চড়লো খুন,
আন্দলোনের গতি হলো দুরবার ও দ্বীগুন।
ছাত্র যুবক জেলে কৃষক অস্ত্র নিলো তুলে,
সেদিন সবাই হিংসা বিবাদ গিয়েছলো ভুলে।


কেমন করে লড়বে তারা পাক বাহীনির সনে,
দেশের তরে পড়লো ঝাপিয়ে সাহস নিয়ে মনে।
একে একে করলো ঘায়েল পাক সেনাদের দল,
ছোট ছোট অস্ত্র মোদের বুকে অনেক বল।


একে একেধ ধ্বংসো করলো পাক বাহিনীর ঘাটি,
যুদ্ধ করে মুক্ত করলো বাংলা মায়ের মাটি।
কত মায়ের বুকের মানিক শহীদ হলো সেথা,
লক্ষ গাজী ধরলো বাজী জীবন যায়নি বৃথা।


চলমান