রাজনীতি আজ রাজনীতি নয়
হিংস্র নীতি বলে।
দূনীতি হচ্ছে আজকে
রাজনীতির বদলে।
খুন গুমের রাজনীতি
জনতা নাহি চাই।
দেশটা হবে সন্ত্রাস মুক্ত
শান্তি তবে পাই।
স্বাধীন দেশের মানুষ গুলো
নয়তো স্বাধীন আজি।
রাস্তা ঘাটে চলতে গেলে
করে সন্ত্রাসী রংবাজী।
সন্ত্রাস আর চাঁদা বাজের
হয়েছে আড্ডা খানা।
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
বলতে আজি মানা।
ঘর থেকে আজ বের হলে
মনে থাকে ভয়।
প্রানটা মোদের বাঁচাতে হবে
যদি কিছু হয়।
হামলা মামলা গুম হত্যা
রাজমীতির খেলা।
আজ বসেছে বাংলাদেশে
খুন গুম এর মেলা।
গুপ্ত হত্যা সিমান্ত হত্যা
খবর পড়ে পাই।
মনে হয় যে আমরা আজ
স্বাধীন দেশে নাই।
রাজপথে আজ বের হলে
হরতাল মিছিল করে।
তাদের জন্য সাধারন মানুষ
রাজপথে আজ মরে।
সে নেতা নয় নেত্রী নয়
জন সাধারন।
হঠাৎ করে হয় সেথা
পাটির আগমন।
বলে এই মোদের কমী
মোদের নেতা ভাই।
মরল কেন মোদের নেতা
এটার জবাব চাই।
চাইনা মোরা হামলা মামলা
স্বাধীন দেশটা চাই।
দেশটা যদি শান্ত থাকে
মনে শান্তি পাই।
নোংরা রাজনীতি পরিহার করে
সুস্হ রাজনীতি করে।
দেশের মানুষ চাই যে সেথা
দেশটা যাক শান্তিতে ভরে।