ল্যাম্পপোস্টের আলোয় নিভৃতচারীর প্রিয় পথ!
একমাত্র বৃক্ষের শাখে শাখে ঘুমন্ত পাখির ঝাঁক,
প্রিয়ের হাতে হাত রেখে রিনরিনে হাসি উদযাপন
ঝিরিঝিরি বাতাসে অভিনন্দিত যুগল...........


উচ্ছ্বলতায় ভীতির আভাস
আবরণে উচ্ছ্বসিত প্রশ্বাস,
তরিৎ হণ্টনে অবিরাম প্রেম বিচ্ছুরণ
কী অনুপম নিবেদন...
এক পশলা ভালোবাসাময় ক্ষণ,


প্রেয়সীর সাথে যাপিত ক্ষণ যেন উৎক্ষেপিত মিসাইল !
প্রারম্ভের পূর্বেই আঘাত হানে সমাপ্তির ঘরে।


পথ বিভক্তির লগণে আকস্মিক প্রিয় রূপে প্রেয়সী!
ঈষৎ অভিমানী রাগে তনু-মনে শিহরণ,
শাসন ভঙ্গিমায় বিমুগ্ধ নয়ন,
ঘুমন্ত পাখির ঝাঁকে মৃদু জাগরণ,
উভ-হৃদে উত্তাল শীতল সমিরণ.........


সময় যেন জানতে চাইলো..
তুমি কি প্রেমিক পুরুষ ?


ভেবে দেখলাম,
সত্যিই! আমি কল্পনগরের শ্রেষ্ঠ প্রেমিক....................


-------------------
তাহমীদ হাসান তামীম