যালিমের জিন্দানে মহিরুহ বন্দী
রোগ-শোক প্রাণ দান ,তবু নয় সন্ধি ।
হাতকড়া বেড়ী আর শাস্তির আঁধার
হিম্মতে টলে যায় বিপদ পাহাড় ।
ঈমানের বলে হেথা রয় সদা বলিয়ান
ক্লান্তিতে খুঁজে নেয় ,দয়া তাঁর অফুরান।


পিঠ ঠেকা দেয়ালে ,যাচি তাঁর দৃষ্টি
শোক থেকে হোক ফের শক্তির সৃষ্টি !


কলমের গতি ফের হয়ে যাক দুর্বার
অরুণের হাত নেক টুঁটি চেপে ঝঞ্ঝার !!
হাদীসের মসনদে সমাসীন হোক ফের
কুরবানী ত্যাগ-সুখে আলোড়িত হোক ঢের ! ! !


খুন-কালি এক হয়ে বর্ণের আলোকে
ইতিহাসে তারা রবে স্বর্ণের প্রলেপে ।


.................
" জিন্দান "
তাহমীদ হাসান তামীম
১৫/১/২০২৩