ইয়াওমে মাহশারে যখন আল্লাহ জানতে চাইবেন,

কোন জিনিস কি এমন আছে
  যা পায়নি  আমার বান্দা
      অথচ দুনিয়ায় চেয়েছে  !?

আমার রুগ্ন,শীর্ণ তর্জনী তখন
   তোমাকেই খুঁজে  নেবে..........