হরফ থেকেই বিপ্লব হয়
শূণ্য থেকে শুরু
হরফ দ্বারাই উত্তাল মন
স্নিগ্ধ শীতল মরু।


এই হরফেই রোজ লেখা হয়
অযুত বীরের গাঁথা
হরফ ছুঁয়েই যায় বেড়িয়ে
হৃদ মাঝারের ব্যাথা ।


হরফ গলে দেয় নিভিয়ে
ক্ষোভের অনির্বাণ
সভ্য সমাজ হরফ জুড়ে
হচ্ছে বিনির্মাণ।


হরফ বলুক সবার কথা
বাঁধার প্রাচীর ছাড়ি
চলুক হরফ যুগান্তরে
এই কামনাই করি


---------------
তাহমীদ এইচ তামীম
৫:১০ AM
২৭/০৬/২০২৩