ঘুমহীন নিঃসঙ্গ রাতে আকাশ হয় চাঁদহীন ,
সেতারার আনাগোনায় মুখর লগণ
তখন ব্ল্যাকহোলের নিঃসীম একাকিত্বে ঠাঁই নেয় !


নিস্পন্দ দেহ তখনো
কলম কামড়ে বা চিবুক হাতে ঠেকিয়ে
পাড়ি দেয় কল্পরাজ্যের সমুদ্র-সীমা ।


ভাবের পৃথিবীতেও অভাব-বোধের প্রচণ্ডতায়
ফিরে আসে বাস্তবতায় !


ফের তলিয়ে যায় একাকিত্বের গভীরতায় !


সুযোগ পেয়ে শূণ্যতা জড়িয়ে নেয় নিবিড়ভাবে ।


সময় তখন মুখ টিপে হাসে আর ফিসফিসিয়ে বলে
“ রে পাগলা ! সবই হলো অল্প বয়সের আবেগ “


-------------------------------
তাহমীদ হাসান তামীম
২৪/০৩/২৩
3.48.A.M
_______________