দীন,হীন,রিক্ত,কাঙ্গাল মোরা তুলিয়াছি দুটি হাত ,
দিওনা ফিরিয়ে দয়াময় খোদা , আলিশান তব জাত !
তব দ্বারে ফিরি ভিখারীর বেশে তুমি বিনে কেউ নেই
আমাদের সব চাওয়া পাওয়া শুধু নিবেদিত তোমাতেই ।


বিমুখ হও গো মাওলা যদি পাপের সাগর দেখে ,
কার কাছে আর চাইবো বলো কান্না-সজল চোখে !?
কামনার জলে ডুবি হাররোজ ঘুরি ভ্রান্তের পিছু
“শান মোতাবেক” তোমার নিকট চাইতে পারিনা কিছু ।


তাড়নার জালে ফেঁসে যাই শুধু ভুলে যাই মূল পথ ,
পাপের মরুতে গতিময় পদ তোমাতেই শুধু শ্লথ ।
অনুতাপবোধ জেগে ওঠে হায় বিপথেই তবু চলি
বেঁচে থাকি রোজ দয়াতে যাহার , তাহারেই থাকি ভুলি ।
দাওনি সাজা তবুও তুমি , নাওনি কেড়ে গ্রাস ,
সময়মতো দিচ্ছো সবি , পাইনি বিন্দু হ্রাস !


ভুল করি যত ক্ষমা করে প্রভু প্রীতি-ডোরে গেঁথে নাও !
আর তোমার কাছে চাওয়ার মতো সুশোভিত ভাষা দাও !!


---------------------
তাহমীদ হাসান তামীম
১১.২৫ pm
০৭/০২/২০২৪