বয়স যখন হলো পাঁচ
হলাম ভর্তি স্কুলে,
লাগ ছিলো ভয় অনেক সেদিন
কান্না করলাম মন খোলে


প্রথম দিন গেলো ভয়ে ভয়ে
ভালো লাগলো না স্কুল,
তখন মা বলল,
“আরে বোকা এখানেই তো শিখবে
কোনটা সঠিক কোনটা ভুল”


শুরু হলো এখন শিক্ষা জীবন
হতে হবে অনেক বড়,
তখন থেকেই সবাই বলা শুরু করে
“মনোযোগ দিয়ে পড়াশোনা কর”


পরিচিত হলাম একটি নতুন জিনিসের সাথে,
যার নাম হলো ‘বাড়ির কাজ’,
না করলে শিক্ষক রাগ হয়ে বলতো
“তোকে দুইটা বারি দেবো, এই ফাজিল হাত পাত”


দেখতে দেখতে চলে যাচ্ছে কতো বছর
হয়ে যাচ্ছি আমি বড়,
মনোযোগ দিয়ে পড়াশোনা করতে তো
মানুষ বলতোই, এখন তার সাথে বলে,
“ভবিষ্যতের চিন্তা করো”


কতো হলো বন্ধু বান্ধব, কতো হলো মিলা মিশি,
কিন্তু মাথায় ছিলো না যে একদিন বড় হয়ে
গেলে, এগুলো হয়ে যাবে শুধু একটা স্মৃতি


স্কুল জীবন আজকে শেষ হতে চলেছে
আজ স্কুল থেকে বিদায় নিচ্ছি,
স্কুলে প্রথম দিন অনেক কেঁদেছিলাম
আজ বিদায়ের দিন আমি আবার কাঁদছি।