কথা বলি মোরা বাংলা ভাষায়
যা লাখো শহীদের দান,
মায়ের ভাষাকে উজ্জ্বল করতে
দিয়েছে নিজস্ব প্রাণ।


লক্ষ্য তাদের ছিল একটাই
করবে বাংলাকে রাষ্ট্রভাষা,
মায়ের ভাষাই হবে জাতির ভাষা
এই ছিল তাদের একমাত্র আশা।


২১শের সেই ভাষা সংগ্রামে
তারা দিয়েছে আত্মত্যাগ,
বাংলার মাটিতে অমর তোমরা
তোমাদের জয়গানের নেই শেষ।


তোমরা বাংলার মাটির স্বর্ণ সন্তান
অসীম কৃতজ্ঞার ধারণকারী,
তোমাদের এই আত্মত্যাগের ফলে
আজ বিশ্বব্যাপী চিরস্মরণীয় তারিখ
২১শে ফেব্রুয়ারী।