আকাশের গ্রহের মত তুমি তোমার
চোখের জল লুকিয়েছ
মুখে এক চিলতে হাসি টেনে।
মনের অন্তঃপুরে ক্ষোভ লুকিয়েছ
এক অসীম অভিমানে।
সুকিনির মত বেদনার হাল ধরে আছো
নির্বাক নিশ্চুপ অবনত নয়নে,
থলথলে দেহে বেদনার এক-রাঙ্গা
নীল শাড়ী জরিয়ে।
স্নিগ্ধ বদনে ফুটে আছে দারুণ
অভিমানের বহিঃপ্রকাশ।
তাহ লুকিয়েছ কিছু নরম চুলে বদন ঢেকে,
যেন কতগুলো দলভ্রষ্ট চুল তোমার
অভিমান ঘুচাতে লেপ্টে আছে সেথায়।


আমি কবি নই,
যে তোমাকে কাব্যের শুভ্র রুমাল দিয়ে
বিজনে তোমার সব দুঃখ মুছে দিতে পারব।
আমি কলম সৈনিক মাত্র,
শুধু তোমার দুঃখ গুলো বিন্নাস করতে পারবো।
হয়ত প্রতিটা বর্ণে তুলে ধরতে পারবো
তোমার বেদনার কারণ গুলো।
সেখানে ছন্দের পতন ঘটবে বারবার,
কোথাও দেখা মিলবেনা পয়ারের,
অন্তমিল হারিয়ে যাবে ভাঙা ভাঙা লেখায়,
সেখানে থাকবে শুধু তোমার বেদনা মালারা
শব্দের কাঁধে কাঁধ মিলিয়ে প্লাবিত শোকে।