ঈদ মনে আনন্দ, কষ্ট গুলো থাকনা দূরে!
ঈদ হলো খুশির লগ্ন, দুঃখ গুলো যেওনা ভুলে!


আমার মত দুঃখির কি আর
হাসার সময় আছে।
কষ্ট ভরা জীবন আমার
বাবা চলে গেছে।


সব ছেলেরা ঈদগাহে তে
যায় বাবার হাত ধরে।
আমার বাবা নেই ধরাতে
যাবো আমি কার সাথে?


নতুন জামা পরে ওরা
ঈদগাহেতে শামিল হল।
পুরোনো জামা দেখে আমার
চখাম বাঁকিয়ে চলে গেল।


গরিব বলে করছো কেন
আমায় অবহেলা,
তোমার গায়ে, আমার গায়ে
একই রক্তের ভেলা।


টাকার জোরে তোমার ঈদ
হচ্ছে খুশির জোয়ার।
টাকার অভাবে চলেনা সংসার
খুলে না সুখের দুয়ার।


যাদের দিন যায় চলে
দু মুঠো, দু বেলা খেয়ে।
তাদের আশা নিরাশা হয়ে
অশ্রু গড়িয়ে পরে।