আমি কখনো কাঁদিনি ফিলিস্তিনিদের দুঃখে
শুধুই তাকিয়ে দেখেছি।
আমি কখনো অস্ত্র তুলে নেই নি হাতে
তবুও জিহাদের ময়দান চিনেছি।


এখনো দেখতে হয় অবুঝ শিশুর
মা হারানো কান্না।
পিতার কাধে পুত্রের লাশ
ছুটে চোখ বেয়ে বন্যা।


বেঘোর ঘুমে আমরা ঘুমোচ্ছি
নরম বালিশে মাথা রেখে।
ওদের বেদনায় কাদিনা মোরা
কাদিনা দুঃখ দেখে।


মুসলিম হয়ে মোরা দেখেও
দেখিনা ওদের দুঃখ।
সমবেদনা হারিয়ে মোরা
হয়ে গেছি অতি রুক্ষ।