তুমি সমাজের গৌরব বিন্যাস, তুমি পুরুষের চির অহংকার।
তুমি সমাজে ছড়াবে সৌরভ, ধরবে এ সংসারের দার।


তুমি হবে শ্রেষ্ঠ মা জননী, তবে কেন অবাধ্য হচ্ছো মা-বাবা আর স্বামীর।
সব কিছু ভুলেছ তুমি পরেছো দুনিয়ার মোহে, সব ছেড়ে যাও কাছে অন্তরজামীর।


জানি আমার উপদেশ তুমি শুনবেনা, নিবেনা নিজের কর্নে।
সব ভুলের ফল তুমি একাই বহন করবে, ফিরে তাকাবেনা কেউ তোমার কর্মে।


বিধাতা তোমাকে সাজিয়েছেন বহু রুপ লাবন্যে, দেখাতে নয় কোন পর পুরুষকে।
তোমার ভাগ্য যার সাথে লিখেছে মহান প্রভু, সে পুরুষকেই ঘিরে গড়বে নিজেকে।
........(৩য় পর্ব)