করছি না কোনো নারীকে অপমান, নারীকে শুধরাতেই করছি এ গান।
সংসার সুন্দর নারীকে ঘিরেই, তাহলে ছিড়বো কেন নারীর এ বান।


লেখাগুলো পরে আধুনিকতা বলবে হয় আমি বর্ন বাদি, নয় আমি ধর্মদ্রহী।
এসব কিছুই নেই আমার মনে, নারীতে সম্মান করি নই নারীদ্রহী।


কখনো দেখিনি নারীকে ছোট চোখে, কারন নারীই আমাকে করেছে ধন্য মা জননী হয়ে।
মায়ের আদরেই আমার সারাটি জীবন, যাচ্ছে তিলে তিলে বয়ে।
.........(শেষ পর্ব)