আমি বাবাকে দেখেছি শিকের ওপার
থেকে,
কোলে কভু উঠলে পারিনি।
বাবার পরম আদর স্নেহ, জন্মের পরে আমি
আবদুল্লাহ ইবনে মাসুদ এখনো পাইনি।
.
.
আমি ছোট তাই বলতে পারছিনা, দাও
আমার বাবাকে আমার
কাছে ফিরিয়ে দাও।
বলতে পারছিনা, আমার বাবার
বিরুদ্ধে মামলা গুলো নাও তুলে নাও।
.
.
হে প্রভু! তুমিতো শুনতে পাও আমার
কান্নার
মাঝে লুকিয়ে আছে মহা ফরিয়াদ
তোমার কাছে।
এখনো আমার কান্নার মর্ম কেউ
বুঝেনা পৃথিবীর বুকে,
বুঝার ক্ষমতা এক তোমারই আছে।
.
.
আমার প্রিয় মা ছিলো জেলে, নানুকেও
ছাড়লনা ওরা, জালিমের
অত্যাচারে বাবা আজ পঙ্গুর পথে।
কি দোষ ছিল বাবার, তোমার পথেই
সংগ্রাম করেছে
ছিলো রাসুলের দেখানো পথে।
.
.
আমিও বাবার মত বড়
হয়ে রাজপথে নামবো মুজাহিদের
বেশে,জালিমের ভিত ভাংতে।
বাবা যে পথে চলছেন সে পথেই
আমি বারাবো পা
ইসলামের বিজয় সূর্য আনতে।
.
.
যাদিন বাবাকে দেখতে গিয়েছি,
বলেছিলো বাবা দেখে রাখো জালিমের
কারাগার,আসতেও
হতে পারে তোমাকে।
সেদিন শুধু তাকিয়ে দেখেছি বাবার
মায়াবী মুখ, ঝরেছে অশ্রু বাবার
চোখে দেখে আমাকে।