অনেক দিন হলো ইট পাথরের
শহরে আছি যাইনি গ্রামের বাড়ি,
তাই বুঝি আজ সবুজ গ্রাম দিয়েছে আমার
সাথে আড়ি। .
.
দস্যি ছেলের দুষ্টুমি আর গ্রামের সবুজ
মায়া,
ভুলতে পারিনা,
লেগে আছে পেছনে হয়ে ছায়া।
.
.
শিতের সকালে রস চুরি আর
অতিথি পাখির পিছু ছোটা,
অনেক মিস করছি এখন মায়ের হাতের
পুলি পিঠা।
.
.
কুয়াশা ভরা গ্রামটি যেন মায়াবী রুপ
করেছে ধারন,
পাচঁটি ঋতু পার করে আবার
করেছে শীতকে বরন।