আজো ভুলিনি তোর রক্তিম ঠোঁটের আবেগঘন
উষ্ণ ছোয়া,
ভুলিনি আজো তোর ব্যাথায় ব্যাথিত হৃদয়ের
কালো ধুয়া।
.
কাজল কালো নয়নে তুই তাকিয়ে, ভুলিনি
সেই ক্ষন!
নুপুরের সেই ঝংকারে নাড়ায় চঞ্চলা শুভ্র এ
মন।
.
অঙ্গে তোর মুক্ত দানার সাজ, ভুলিনি কথা
তোর কর্ণদুলের।
কপালের লাল টিপ ভাসে হৃদয়ে, আরো
ভাসে নাক ফুলের।
.
খোঁপায় দেয়া ফুলের কথা ভুলিনি আজো,
হয়নি কভূ বিনাশ!
সুচারু রুপে দাড়াতে পাশে, আপামর হৃদয়ে
রুদ্ধশ্বাস!
.
তোর পাওয়ায় আকাঙ্খায় কাটিয়েছি আমি
অর্ঘুমা শত রজনী।
ক্ষততে সিন্ধু হয়েছে হৃদয় নিমিত্ত কোমল
লজ্জারাঙা রমনী!
.
অবতরনিকায় চোখের ইশারায় হয়েছে তোর
হৃদয়ে মহা সমর্পণ!
তোর কোমল অঙ্গ সিন্ধু জলে শোভাময়
সচ্ছলতা দর্পণ!