অঢেল সম্পদ গড়েছ তুমি
এ মর্তের লাগি,
যেতে হবে যে তোমায়
অঙ্গনা সন্তানাদি ছাড়ি!


গড়েছ প্রাসাদ অট্টালিকা;
করেছ অন্নজলের অপব্যয়।
সত্যের কভ ধার ধারনি,
কুঁড়িয়েছ অভ্রভেদী অন্যায়।


সদা সর্বরীতে নিমজ্জিত
তোমার পথভ্রষ্ট আত্মা,
তোমার শোনিতে প্রবাহমান
বিশৃঙ্খল হিংসার প্রেতাত্মা!


হিংসার বোঝা তোমার হিয়ায়
করেছ ধারন বিপুলাকার
মানব- চিত্ত সে পুড়িয়েছে;
করেছে চিত্ত নিরাকার।