হে আমার মুক সোনা ফলা মাটি!
তোমার বুকে জালিমের নিপীড়নে অশান্ত আজি।
তুমি কথা কও, আজ কথা কও!
নতুবা প্রেরণ কর ওমর খালিদ আর তাঁর ধুসর বাজী।


তুমি নও পাষাণ, তোমার বক্ষে বহমান
পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলী।
তুমি দাও আজ, গুড়িয়ে জালিমের তাজ
শক্ত ঢেউয়ের ভয়াল গর্জন তুলি।
আজ তুমি কথা কও;
হে নদী! তুমি কথা কও।


তোমার বাতাসে, সুপ্ত বিকাশে
ছড়ায় ওরা আধাঁরের বিষ-জ্ঞান।
রক্ত চোষে, হায়নার বেশে
ফুটন্ত প্রাণ গুলো করে নিষ্প্রাণ।
আজ তুমি কথা কও ;
হে বিবেক! তুমি কথা কও।


তোমার ভূ-খন্ড, করতে ভগ্ন
চিত্তপট ওদের সদাই চঞ্চল।
মোরা পরায়ণ, সমরে রণাঙ্গন
আত্ম-বিসর্জনে আজ;মোরা অবিচল।
আজ তবে কথা কও;
হে ভূ -খন্ড! তুমি কথা কও।


রক্ত ললাট, ভাঙ্গবে কবাট;
হানবে আঘাত, পাবেনা কেউ নিস্তার।
নেই সততা,হিন মনতা
কোমল হৃদয়ে হিংসার-বীজ হবে বিস্তার।
আজ তুমি কথা কও;
হে কালচক্র! তুমি কথা কও।


তোমার বিস্তৃত ছায়ায়,সবুজ শ্যামলের মায়ায়
হাজার গোলাপ মাটিতে পড়ে লুটে,
রক্ত আবির মায়ায়, হিংস্র বাজের থাবায়
স্বাধীন চেতা মানুষ তোমার পানে ছুটে।
আজ তুমি কথা কও;
হে মানবতা! তুমি কথা কও।


যাদের বুক ভেদে,হিংস্র বুলেট ছুটে
তাঁরাও তোমার মত রক্ত মাংসে গড়া,
তবে কেন বিদ্বেষ? কর আজ নিঃশ্বেষ ;
হাতে-হাতে শপথে গড় এ ধরা।
আজ তোমরা কথা কও ;
হে শহীদ! তোমরা কথা কও!