পল্লী গাঁয়ের স্নিগ্ধ হাওয়ায়
বাড়িয়ে দিয়েছি হাত,
ভোরের আভায় ডাহুক ডাকে
যখন ফুরায় রাত!।


কৃষ্ণচূড়ার ডাল ভেদে ঐ
দীপ্তি ছড়ায় রবি,
বাঁশ বাগানে মাথার উপর
মুচকি হাসে শশী।


সোনা ধানের পরতে যেন
পল্লী কৃষকের হাসি,
উষ্ণ দুপুরে গাছের ছায়ায়
রাখাল বাজায় বাঁশি।


দুষ্ট ছেলের হেলায় -খেলায়
বিকেল গড়িয়ে সন্ধ্যা,
পবনে উদার সুবাস ভাসে
গোলাপ, বকুল, গন্ধা।


স্রোতস্বিনীর বাকে বাকে
সমির দোলে কাশ বন,
সিমানা পারে ঠায় দাড়িয়ে
শ্যামলে দেখা আচ্ছাদন।


কাকপুষ্ট গাছের ডালে বসে
ডাকছে কুহুকুহু,
ভর দুপুরে আম মুকুলের
গন্ধ মুহুমুহু!