আরাকান যেন হয়েছে আজ
রক্তের মহা সাগর।
বাতাস ভারি চিৎকারে দেখ
হয়েছে লাশের নগর।
বিশ্ব বিবেক কেন নির্বাক;
তবে রোহিঙ্গা মুসলিম বলে?
পশ্চিমা কেউ খুন হলে
ওরা আট -পা আগে চলে।
অতি আবেগে ভেঙ্গে পরে
ওদের জন্য বাঙ্গালী জাতি।
গলেনি মন তাদের জন্য ;
তাই অন্য কথায় মাতি।
বরবর খুন সন্ধ্যা -সাঝে
বাদ নেই ছোট্ট দুধের শিশু,
নেই শান্তি, উদরের আহার -
বিশ্ব জুড়ে মুসলিম নিধন ইশু।
পুড়ে ছাই করছে বৌদ্ধ
জীবিত তাজা শত প্রাণ।
ঠাই নেই ; ভাসে সমুদ্রে
মা-বোনের মুখ আজ ম্লান।
জোড় গলায় নেয়না কেহ
রোহিঙ্গা হত্যার কোন প্রতিকার।
পশ্চাতে গোড়া কাটে  জাতীসংঘ;
মুখে প্রবল মানবতার চিৎকার।
কেদে মরে সাগরে ভাসমান
বৃদ্ধা-যুবক শিশু মা-বোনে।
সদ্য জন্ম নেয়া নবজাতক-
উষ্ণ অভাবে ঢলে মৃত্যুর কোলে।
চাপাতি ছুরির আঘাতে আঘাতে
অগনিত লাশের পাহাড় গড়লো বৌদ্ধ।
হিংসার প্রেতাত্মা করলো গ্রাস ;
বুঝি মানবাধিকার দ্বার হল রুদ্ধ।