শত শতাব্দীর পুরনো ভালোবাসায়
যদি সিক্ত করে নিমিষেই হারিয়ে যাই।
যদি সমুদ্র স্রোতের বিপরীতে দাঁড়িয়ে
সহস্র নক্ষত্রের আলো মেখে দেই।
যাদি হাজার বছরের স্বপ্ন পুরুষ না হয়ে,
বাঁশি হাতে রাখাল হয়ে এসে বলি ভালোবাসি।
অথবা প্রবাহমান জীবনের অংকিত চিত্রনাট্যে, যেখানা তুমি  জাফরানি ফুল হয়ে ফুটে আছো সেখানে প্রচন্ড রৌদ্রে ছায়া হয়ে দাঁড়াই।
তবে বুঝে নিয়ো এই শুভেচ্ছা টুকু তোমার জন্য!
এই ভালোবাসা টুকু তোমার জন্য!