আমাকে এমন স্থানে নিয়ে যাও
    যেথায় আমি খুজে পাব না আমাকে,
    যেথায় আমি ভুলে যাব আমার পরিচয়,     ধর্ম, নাম ঠিকানা, যাবতীয় বৃত্তান্ত।
   একদিনের জন্যে হলেও,
    আমায় এমন স্থানে নিয়ে যাও


  যেখানে দেখতে হবে না
আমার ওই মুখ খানি প্রতিদিন আয়নাতে,
  সে প্রশ্নগুলো আসবে না আর ফিরে ফিরে
   যার নেই উত্তর।
   যন্ত্রনারা খুজে পাবে না আমাকে
  যেথায় আর লজ্জা পেতে হবে না নিজেকে নিয়ে।
    চলে যেতে চাই সে জগৎে,
   আমার দোষ ত্রূটির হিসেব যেখানে হবে না
   আমার ওপর পথ চেয়ে নির্ভর করে থাকবে      
   না কেও।
যেথায় থাকবে না - দিতে না পারার কষ্ট
  
আমাকে এমন এক অচেনা স্থানে নিয়ে চল,
আমার ব্যার্থতা যেখানে খুঁজে পাবে না আমায়
    লজ্জিত হতে হবে না আর,
অভিযোগ গুলো আমাকে খুঁজে
                      হয়ে যাবে ক্লান্ত।
আপন কে খুজতে হবে না আর


কে আছো বন্ধু,
নিয়ে যাও আমায় এমন কোথাও।
বদলে আমি দিয়ে দেবো তোমায়
আমার জিবনের সুন্দর মুহূর্ত গুলো
আমার হাসি খুশি গুলো।


                  
                                ১২ জানুয়ারী ২০২০
                                 রাত ৮ টা ৩৬ মি
                                   ঢাকা