গর্বিত মোরা বাঙালী
এ যেন কেবল পুস্তকেরই লেখা,
হৃদয় হতে আজ মুছেছে বাঙলা
একেছে অপসংস্কৃতির রেখা।
আমাদের মুখে আজো ফোটে
ফুলের মত সে ভাষা,
যে ভাষা আঁকতে ভুলে গিয়েছিল
বাঙালী বাঁচার আশা।
সে ভাষা কইতে আজ আসে জড়তা
আসে কৃপনতার ভান।
বাঙলা সুর ছেরে গাইছে সবে
ভিন দেশিদের গান।


আজ মোরা অতি আধুনিক
হৃদয় মোদের কোলাহলে ঢাকা অস্থির যান্ত্রিক।
আজ আর কানে আসে না মোদের
শঙ্খ ঘন্টা ধ্বনি।
আজ স্বদেশের গায়ে পরানো আছে
বিদেশি আবরনী।
আজ বাঙালী ভুলে গিয়ে তার
আপন জন্ম ভূমি,
করছে বিক্রি নিজের সত্বা
পরদেশ মাটি চুমি
আজ শুধু সবে স্বার্থের টানে ভুললো জন্ম মাতা,
বুঝলো না কি তারা হারালো জিবনে
ছিল ফুল হলো পাতা।


ভাষার জন্য ৫২ তে রক্তে যারা
ভাসালো রাজ পথ,
তাদের সেই রক্ত সত্যই হয়ছে কি স্বার্থক!
বিশ্বের ইতিহাসে যত জাতি
মাথা উঁচু করে টিকে আছে
বাঙলীর মত বিচিত্র জিবন
আর কোথাও না আছে।
তোমরা যতই সুখের আশে  
ছাড়ছো জন্ম ভূমি,
এমন মাটির গন্ধ কোমল
আর কোথাও পাবে কি তুমি!


আমরা কি ভুলে গেছি চর্যাপদ,
মঙ্গল কাব্যের কথা?
যে স্বর্ণ যুগের স্বর্ণ কাব্য
হয়ে আছে স্মৃতি গাথা।
ভুলে কি গেছি,
মোদের গর্ব রবীন্দ্র নজরুল গীতি,
তবে কেন এত নকলের প্রবনতা অন্য সংস্কৃতি!
চাপা পরে গেছে কি আমাদের সমৃদ্ধ সাহিত্য!
চির মুক্ত স্বাধীন দেশে যেন হয়ে আছি বদ্ধ।
মোদের গর্ব পিশে যাচ্ছি মোদের-ই পদ তলে,
যায়গা করছে ভিন্ন রুচি দিন দিন দলে দলে।
হারিয়ে যাচ্ছে বাঙলা কবি, হারাচ্ছে কবিতা,
একদিন হয়ত যাবে হারিয়ে
বাঙলার ছবি টা।


জিবনের খোঁজে বহু দূর এসে
একদা সকলেই স্মৃতি তে মেশে,
বিদেশের বুকে মৃদু হাসি হেসে
মনে পরে অতীতের কথা
চোখের জলে ভেসে।
নিজের স্বত্বা বিকিয়ে দিয়ে
কি এমন আমরা পেলাম
আজ ভাবি মোরা বিদেশে বসে
একদিন বাঙালী ছিলাম।


                                
                              ২৪ জানুয়ারী ২০১৯
                              রাত ৩ টা ৫৮ মি:
                              জোয়ার সাহারা, ঢাকা