আরো কিছু ক্ষন থাকো না প্রিয়,
এই তো কেবল এলে।
এত তারাতারি যাবে গো চলে,
আমায় একা ফেলে।
তোমার সনে মিলতে আমি
সহেছি কত জালা,
মনের কথা সাজিয়ে
আমি গেথেছি কথার মালা।
তোমায় শোনাব বলে সেধেছি
কত রসনায় ভরা গান।
সব কিছুই তো করতে চাই
ভরাতে তোমার প্রান।
তাও কি তুমি যাবে চলে
আমার সব কিছু ব্যার্থ করে।


ঠিকাছে প্রিয়, মেনে নিলাম।
মোর এত আয়জন গোপনেই রাখলাম।
ভেবে কি দেখেছো কভু,
এমন সময় আসবে কি আর!
যদি আর না হয় লগন, এক পলক দেখার!
আমারে যদি না পাও এমনে
আর কোন দিন,
সেদিন কেমনে মেটাবে আফসোস,
এ প্রেমের ঋন!
এই ব্যাথা বারবে তোমার,
যত বারবে সময়,
আমার মত এমন করে আর কেউ
ভালবাসবে কি তোমায় !


তোমারে পেয়েছি আজ,
বহু সাধনার পরে।
তাই কত সাধ আকাঙ্খা
মনে আজি ঝরে।
তোমারে পেয়েছি আজ
বহু সাধনার পরে।
কি এমন দেখেছিলাম সে দু আখিতে।
জনম গেলো চলে সে মধু,
পরানে মাখিতে
এত দিন ছিলে দূরে
আজ এলে এত কাছে
ভুলে গেছি তোমায় পেয়ে
এ কি সুখ ধরেছে মোরে !


তোমার ভাল লাগার সে
পছন্দের শাড়ি টা পরেছি
তোমার চক্ষু জুরাবে তাই
এ দেহ রূপের আদলে গরেছি।
তুমি স্পর্শ করবে; চুম্বন করবে কপালে
রঙীন টিপ পরেছি মাথায়,
হাতে ধরলে বাজবে ধ্বনী
চুরি একরাশ ধরলাম তাই
তুমি আমার রাঙাবে সীথি
টিকলী টা তাই পরেছি,
তুমি দেখবে বলে মোর এ তনু
রূপের আদলে গড়েছি।


এত আশা এত বাসনা
সবই কি তবে বিফলে যাবে।
গেলে যাক তবু নিরবে সে ব্যাথা সহিবো।
আটকাবো না আর তোমায়,
যানি প্রিয়, তোমার সময় অনেক দামী।
আমার যত মনের কথা
ফিরিয়ে নিলাম আমি থামি।
আমায় তোমার লাগে না ভাল,
তবে কেন মিছে প্রদিপ জালো
এ মনেতে আমার?
তোমার জন্যে কি করেছিলাম কম?
তোমারে এত চাইলাম ভরে সারা জনম
যারে চাইব তারে পাবো না,
এ বুঝি দুনিয়ার নিয়ম!
নাই পাইলাম আমি, কিছু তো পেয়েছি।
যত টুক চেয়েছি তারও বেশি যেন পেয়েছি
এ আমার প্রেম, এ আমার গৌরব
এ মোর সান্তনা,
তোমারে চাইব এমনি
হব কখনো ক্লান্ত না।


কাল সারারাত ঘুম আসে নি
আজ আসবে বলে
কাল কোন কাজে মন লাগে নি
তাই ঘর সাজিয়েছি ফুলে,
তোমার কথা ভাবলে মন
আনমনে সুখে দুলে।
তুমি চাও বা না চাও,
আমি তোমার দ্বারে আসবো
বারে বারে আসবো,
যতই ফেরাও ততই কাছে আসবো
এতে মোর নেই কোন ভয়,
নেই কোনো লাজ,
তুমি শুধু আমার জনম জনম
শুধু আমার, শুধু আমার।
  


                                       ২২ এপ্রিল, ২০১৮
                                       বিকেল ৫:২০ মি.