একই তোমার আমার গন্তব্য
    তবু রয়ে যায় কিছু মন্তব্য
একই পথে যাচ্ছি মোরা
     শূন্য থেকে অন্ত্য
তোমরা আছো সুখের দুয়ারে
      মোদের দুয়ার বন্ধ।


পাবো হয়তো একই ফল
      তফাৎ শুধু ভিন্ন দল
আমরা আছি কাঁটার পথে
      তোমাদের পথ পরিমল
একই লক্ষ্য লভিতে মোরা
       পৃথক হয়েছি স্বাধীন শখে
আগে তো বুঝিনি শখে তে মোরা
       চলেছি সে কোন মৃত্যু রথে।


মোদের পথে সুফল নিশ্চিত
      তোদের পথে নেই
সাফল্য সুনাম বাহির বরণ
     মূল গোড়াতেই ঠিক নেই
তোমরা পাবে যা সুখের পরে
পাবো মোরা তা দুঃখের ঘড়ে
      সব যদি মিলে একই হয়,
কি দরকার ছিল নিষ্ফল শ্রমে!


    একটি ভুল নিয়ে গেছে গো
    সকল ভুলের সন্নিকটে
    লক্ষ মোদের যা ছিল তা
    মিলিয়ে গেল অকপটে।
কঠরতার নিষ্পেসেতে আজ
        জিবন ক্ষয়ে যায়।
স্বপ্ন মোদের আকাশ ছোয়ার
       কোথায় হারিয়ে যায়।
   তবু এ দু চোখ পাপড়ি মেলে
            স্বপ্ন দেখে যায়।


                                      ১০ মার্চ ২০১৬
                                      সন্ধ্যা ৮ টা ৩৭ মি
                                      ময়মনসিংহ