যতই বলি মনে মনে
  তুমি নও আমার,
কিন্তু তুমি আছো সারা হৃদয় জুড়ে,
আমার দেহে, আমার প্রানে,
আছো প্রেমে অন্তরে।


আমার এ জীবন কাহিনী
মনে আনতে পারবো না আমি,
সেথায় তোমার নাম টি বিনা
গল্প যাবে থামি,
তুমি বিনা হবে না আমার
জিবন গল্প খানি।


এই জিবনের সবটুকু সুখ
ছিল তোমার কাছে,
বলতাম আমি মন খুলে সব
আমার যত ব্যাথা আছে।
আজ তোমার অনুপস্থিতী
দিলো হাজার ব্যাথার গীতি
তোমায় না পেয়ে হৃদয়
জন্ত্রনাতে পুরছে।


পুরছে হৃদয় যন্ত্রনা তে
ভরছে না মন সান্তনা তে
ফুটছে আগুন বুকের মাঝে
করছে সবই ছারখার;
হচ্ছে দহন, করছি শহন
বারে বারে হচ্ছে মরন
তবুও সবই নিশ্চুপেতে
সুন্দর অতীত করছি স্মরন


যে ভালবাসা যায় হারিয়ে,
   তা আর আসে না ফিরে
     নীড়ের পাখি রা আর ফেরে না নীড়ে।
       হারিয়ে যাচ্ছি যেন লোকের ভিড়ে
হতাশ হয়ে পরেছে নৌকা সাগরের তীরে।


      চোখের জল উপহার দেয় অতীত স্মৃতী
      হৃদয় জুরে বাজছে শুধু দুঃখের গীতি
কেও নেই পাশে, কেউ নেই কাছে,
সবার মাঝে নিজেকে অচেনা লাগে।
এ জিবন লাগে বড় বিধুর
গাই দুঃখের গান
দুনিয়া আমার সবই নিলো
শুধু নিলো না প্রান


থেমে গেছে সেই বাঁশির সুর
যা সাগরের ঢেউয়ে মিশে যেত সুদূর
মিলিয়ে গেছে সেই রামধনু
যা মেলিয়ে দিত প্রেমের রঙ চারি পাশে,
আমরা ছুটে ছুটে যেতাম তারি আশে
মিশে গেছে ধুলো হয়ে
সেই দিন গুলি আজ স্মৃতির বাতাসে,
আমি চেয়ে রই দু হাত মেলে
তারই গন্ধ নিতে প্রকৃতির চারিপাশে।


                                    
                                     ২৭ নভেম্বর ২০১৮
                                      রাত ২ টা ১৪ মি
                                              ঢাকা