আর হয়ত যাব না আমি
আমার ভালবাসার শহরে।
যে শহর ছিল স্বপ্নের মতন,
রেখে ছিল আমায় যত্ন করে।
যেথায় শুরু করেছিলাম রঙীন জিবন
খুঁজে পেয়েছিলাম প্রান,
ছিল সঙ্গ শত, মন সদা ছিল অম্লান।
   যে শহর দিয়েছিল নতুন প্রেম
    নতুন জিবনের গান;
সে শহরে আর ফিরবেনা পথিক
     যতই আসুক হৃদয়ের টান।
যার নদীর বুকে স্বপ্ন গুলো দিত ঝাপ,
মনের ফুলে ভ্রমর করত মধুর আলাপ
সে শহরের দেয়ালে আজ
          আমার কলঙ্কের ছাপ।


চাঁদে যখন দাগ লেগেছে
সাদা কাগজে লেগেছে কালি,
ছেরা জামা কভু পাবে না মান
যতই লাগাই জোরা তালি।
একদা ছিল সব; ছিল ছবির মত
একেছি নিজের ইচ্ছে গুলো
ভুলেছি মনের ক্ষত।
হঠাৎ এক ঝর এসে, ঝরাল ফুল শত।
ভাবিনি কভু কি ছিল ঠিক, ভুল কি ছিল,
মনের কথা শুনেছি শুধু
সেটাই বড় ভুল ছিল।


আজ শত ভুল হল রঙিন।
রাঙিয়ে দিল আমায়
সেই রঙ সবাই দেখে, যেখানেই এ শরীর যায়।
তাই ছেরেছি ভীর, ভুলেছি লোকারণ্য
শুধু নির্জনতাই ভাল লাগে,
যে স্থান অন্ধকারে আছন্ন।
সে শহরে শুরু হয়েছিল সাফল্যের গল্প,
  তার সাথে যোগ হল কত কাহিনী অল্প অল্প
   ধীরে ধীরে টেনে নিলো ব্যার্থতায়,
   সব খুশি মুছে গেল; জিবন কাটছিল স্বল্প।
সেই শহর আর দেখতে চায় নি আমার মুখ
   মুছে গিয়েছিল একে একে
   যা ছিল আমার সুখ,
তাই ছেরে এসেছি সেই রাজ্য আমি
     কোন অচেনা এক রাতে।
নতুন জিবন করেছি শুরু পরের প্রভাতে।
    
   বুকের ভেতর থমকে আছে
   পুরোনো সেই স্মৃতি,
   ভুলতে পারি না কভু আমি
   সেই সুখ সম্প্রিতি,
আজ আমি এক নতুন পাখি, নতুন শহরে,
      নতুন বাসা বুনছি রোদ, বৃষ্টি, ঝরে,
যে শহর ভুলেছে আমায়, দিয়েছে ব্যাথার স্মৃতি
   আর কখনো ফিরবো না সেজে
   অচেনা অতিথী।


                                      ২৫ অগাস্ট, ২০২২
                                      রাত ১০:২৩ মি