মান অভিমানের পালা যদি শেষ না হয়,
    শেষ হয়ে যাবে সময়, শেষ হয়ে যাবে বসন্ত,
    ফুরিয়ে আসবে মনের প্রানবন্ত।
মান অভিমানের পালা যদি শেষ না হয়
     তবে হয়ত হবে কারো জয়, কারো হার।
     এক বোকা মস্তিস্কের জয়ের উল্লাস
     এক জ্ঞানী মস্তিষ্কের যন্ত্রনা।


কি হত যদি সব মিটিয়ে ভাল থাকা যেত!
যতটুকু সময় আছে জিবনে
রঙিন করে ফিরে পেত।
আবার বসন্ত ফুলে ভরে যেত।
আবার চাঁদ পূর্ণিমা হয়ে আলো ছরাতো।
কিন্তু না। কিছু আত্মা আগুনে পোরা পাপী,
একরোখা তাদের মন,
তারা ছেরে দিতে পারে জিবন;
তবু করবে না সমঝোতা।
সময়ের বাজি ধরে
খেলে যাবে মান অভিমানের খেলা।


শুধু এক মন পেয়ে যাবে
           সময় হারানোর বেদনা
যে মন ছবি একেছিল এক সাথে থাকার,
স্মৃতি ব্যাতিত তার রবে না কোনো সান্ত্বনা।
শুধু সোনালী দিনের স্বপ্ন বুকে চেপে
   গুনতে থাকবে ক্ষয়ের দিন।
ধীরে ধীরে ক্ষয় হয় সব কিছু
ঝরে যায় চুল, ঝুলে যায় আবরন,
      বার্ধক্য নেয় পিছু
তবুও ক্ষয়ে যায় না মানুষের ক্ষোভ
এ ক্ষোভ নির্ভীক,আত্মঘাতী, বড় বেশী সহীষ্ণু


সময় তো বসে থাকে না
কোনো সমাধানের অপেক্ষায়।
সময় শুধু কেরে নেয়,
ফেলে যায় মিছে মায়ায়।
এক পাহার পাথর বুকে চেপে
কেন এই মান অভিমানের খেলা চলে,
এ জয়ের শেষে শূন্য প্রাপ্তি যদি হয়।
মান অভিমানের পালা কেনো শেষ না হয়!



                                     ২৭ ডিসেম্বর, ২০২১
                                     রাত ৩ টা ১০ মি.