গোলাপের ডালে কত কাঁটা
     জীবনে লেগে থাকে অপ্রিতিকর ঘটনা।
কত সন্দেহ, অনিশ্চয়তা, দোটানা
      ভরে যায় সে বীষে হৃদয়ের আঙিনা।
কাছের সুখ থেকে দূরে চলে যাওয়া
      যন্ত্রনার ঘরে আশ্রয় পাওয়া,
      চোখ জুরে ক্লান্তি, নিশ্বাসে দুশ্চিন্তা
      ঝরে ঝরে পরে যায় সুখের ফুল পাতা।

ছাদের রেলিং এ বসে কালো কালো কাক,
     আধার এনে দেয় ছাদ বাগানে
যম দূত যেন এসেছে উরে
আচড় লাগাতে বাগানের প্রানে।
     এমনি বাগান যেন মাথার ভেতরে,
     এখানেও এসেছে কালো কালো কাক
     ডাকছে প্রচন্ড কর্কশ সুরে,
থেকে থেকে শুনি যেন মৃত্যুর ডাক।


এসেছে উরে কষ্টের পাখি
    ভীর করেছে এ মনের বারান্দায়।
নতুন বাসা এখানে বাধবে ওরা
    থাকবে আমার দেহে নিশ্চিন্তে নিদ্রায়।
বলি না আমি কিছু, পাই না ভয়।
     হোক তারা কষ্টের পাখি
     আমার হদয়ে ওরা পাবে আশ্রয়।
এতেই আমার সুখ; কষ্ট হোক আমার
     তবু ওরা পাবে আশ্রয়।


                                
                                         ২৮ মে, ২০২২
                                         দুপুর ২:১৫ মি.
                                         ঢাকা