তুমি ফুল হয় ফুটেছিলে
      প্রিয় হে প্রিয়, জিবনেতে আমার
   এমনি এক বসন্তে,
রামধনুর সাত রঙ হয়ে রাঙিয়ে ছিলে
       মনে কি পরে প্রিয়া?
মোর সহজ সরল দিগন্তে।


নতুন প্রেমের আশ জাগে
          জাগে ভালবাসা,
হৃদয়ের ভায়োলিনে দিয়েছিলে সুর
      এমনি এক বসন্তে।
বসন্তের বাসন্তী হয়ে সেজে ছিলে তুমি
     নিয়ে বসন্ত ফুলো গন্ধ,
হেরিয়া তোমার রূপের ধারা
        হয়েছিনু আমি অন্ধ।


          তব রূপের রসে
ভরে উঠেছিল হৃদয় মম
সেই প্রেমের'ই আনন্দে।
       ভুলে কি গেছো প্রিয়া?
কত ভালবেসেছিলেম তোমায়
    মনে দিয়েছিল দোলা যৌবন তোমার
সেই যৌবনের রূপে,
         পাগল করেছিলে আমায়।


সেদিনো সন্ধ্যা তারা উঠেছিল গগনে
     মেঘ ভেঙে উঠেছিল স্বর্নালী চাঁদ
পূর্নতা পেয়েছিলো আমার ধরনী
         তোমার আগমনে।
কোকিল হয়ে ডেকেছি তোমায়।
কভু শুনেছো, কভু শোনো নাই
      হৃদয়ে ভরেছিলে কত সুমধুর সুর
      না দেখিলে তোমায়
           মন হয়ে যেত বেদনায় বিধূর।


এ নিঠুর জিবনেতে হায়  
ভালবাসা তো একবার'ই পাওয়া যায়
      কেহ পায়; কেহ পেয়েও হারায়
অতি প্রসন্ন বিধি মোর
      আমি যে পেয়েছি তোমায়।


তোমারে পেয়েছি আমি
    কিন্তু তুমি যে আমার নয়
একদিন তো চলে যাবে অনেক দূরে
     তোমার নিজ ঠিকানায়
জলের তীরে ফেলে রেখে আমায়
      অনেক দূর পারি দিয়ে যাবে
                    অন্য আঙিনায়।
তোমারে চাওয়ার মোর থাকবে না
        কোনো অধিকার।
তুমি ফুল হয়ে ফুটেছিলে,
      প্রিয় হে প্রিয়, জিবনেতে আমার।