মনে সাধ ছিল যত,
উড়ে যায় প্রজাপতির মত
নেই কারো দায়, নেই কারো দোষ
সারা জনম ভরে চলে আফসোস।


অপরাধ ছিল মোর শুধু ভালবাসার
যানিতাম এ জলে স্বাদ
মিটিবে না আশার
তবুও করে গেছি প্রানপাত
প্রেম পাইতে জনম ভোর,
জল নেই আজ এত টুকু
মোর প্রান পিপাসা মেটাবার।


তোমার সে রূপ আমি দেখেছিলাম
    যে রূপ কেউ কোনো দিন দেখে নি
সে যুগ পার হয়ে গেছে,
     তবু সে রুপের জ্যোতি
      আঁখি হতে সরে নি
যার জন্য ছিল প্রেম জনম জনম
তার লাগিয়াই হিয়ার মাঝে এত জখম।


     বেহায়া মন; বেহায়া প্রজাপতি,
কোন ফুলে বসবে যেয়ে, নেই মতি গতি।
      মধু খেয়ে হবে মাতাল,
      এই তার প্রকৃতি।
ডানায় ডানায় ইচ্ছে তার,
         পালকে পালকে ছটফটানি,
    ফুলে ফুলে বসবে যেয়ে
            যানবে গভীর খুঁটিনাটি।


       এই জগৎ কে পেছনে ফেলে
       খুঁজে পাব আরেক জগৎ।
যা করে দেবে প্রমান,
প্রেমের রাজ্যে তুমি কতটা মহৎ,
সেই জগৎেই আমি রয়ে যাবো
             নতুন আমি হয়ে।
পুরনো পরিচয় ছিরে দিয়ে
       থাকব শুধু তোমার হয়ে।
   তুমি আমার শক্তি হয়ে জলবে হৃদয়ে
       জোনাকির মত, এক মুহুর্ত বাঁচব আমি
                    শত জনমের সুখ নিয়ে
      যেমতি বাঁচে যোগি শত শত বছর।
তোমার ভালবাসায় আমার আয়ু হবে পরমায়ু
       ভেঙে যাবে সুখে শরীরের সকল স্নায়ু।
   তোমার বুকে মাথা রেখেই
            শেষ হবে জিবনের গানের আসর


    
                                    ১১ জানুয়ারী ২০১৯
                                     রাত ২ টা ৩৯ মি
                                      ঢাকা