চল ভুলে যাই হয়ে গেছে যা,
আবার নতুন করে এসো পৃথিবী সাজাই,
চলো নতুন করে বাধি ঠিকানা
নতুন করে সে প্রেমের বাঁশি বাজাই।
চলো নতুন করে বাধি ঘর
যেথায় নদী সরে জেগেছে নতুন চড়,
জাগিয়ে তুলি চলো অতীতের মত
আমাদের প্রেমের প্রহর।


তোমাকে ছারা কেটেছে এক যুগ,
অন্ধকার পাতালের মত।
রক্তে মিশে আছো তুমি,
মিশে আছো হিয়ার মাঝে
কাছে দূরে থাকো যত।
এসো আবার হাতে হাত রাখি আগের মত
মুছে যাক সব অভিমান, মনের ক্ষত,
আবার দুজন মিলে উড়বো আকাশে
পাখিদের সাথে গান গাইব শত।


মনের মানুষ যবে দূরে সরে যায়
জিবন কত বেরঙ ঠিক বোঝা যায়,
জিবন তো বয়ে চলে স্রোতের মত
আরোও জোয়ার ভাটা আসবে কত
আমরা বাঁচি চলো আমাদের মত
লোকে যা মন চায় বলুক যত।


জিবনের অনেক মোহো
আছে নানা রঙ,
বিচিত্র চাহিদা মনে, বিচিত্র সে ঢং।
জিবনের প্রতি পদে পদে বিচিত্র রূপে
তোমাকেই চেয়ে গেছি শুধু চুপে চুপে।
হয়ত সে কামনা ঘটেনি প্রকাশ
রয়ে ছিল মনের অগোচরে, ঠোঁটের অস্ফুটে।


যখন সব কিছু যায় সুখে,
সুখি হয় না ভুবন,
বিচ্ছেদ করাতে জগৎ ফাঁদে নানা ফাঁদ,
আনতে চায় ভালবাসার মরন।
সেই ফাঁদে পা দিয়ে ছিলাম আমরা দুজন
আসলো কত বেদনার রাত যন্ত্রনার ক্রন্দন।
বহু যুগ রইল বিচ্ছেদ, গড়ল বড় ভেদাভেদ
বুকের ভেতর হতে থাকল
আঘাতে আঘাতে কত ক্ষত ছেদ।
তবুও আধারের গা ঘেসে
দেখেছিলেম আলো আশার স্বপ্ন।
যে স্বপ্ন আবার জ্বালতে পারে
তোমার আমার ভালবাসার রত্ন।
তোমায় এত বেসেছি ভাল,
তবু যেন রয়েছে বাকি।
তাই তো বুকের ভেতর প্রেমের পাখি
করে শুধু ডাকা ডাকি,


চলো শুরু করি আবার নতুন একটি দিন,
চলো বাড়িয়ে তুলি ভালবাসার ঋন,
এসো হাতে হাত রেখে ঘুরে আসি
সেই নদী টির পারে,
যেথায় আমাদের হাসি প্রেম মিলে মিশে
একাকার হয়ে যেত একেবারে।
নিয়ে আসি সেই পুরোনো সূর্য কে
যে মিষ্টি রদ্দুরে রাঙাবে
মোদের ভালবাসার রঙ,
নিয়ে আসবো সেই সোনালী বিকেল
ও রামধনু কে। আবার আনবো সেই
রাতের চাঁদ কে, যে সাক্ষি হয়ে ছিল
মোদের ভালবাসার প্রতিটি চুম্বনের;
ফিরিয়ে নিয়ে আসবো সেই গান মিলনের
যা গাইতাম হাতে হাত রেখে
শরীরে শরীর মিলিয়ে।


এসো প্রিয়া, চলে এসো সকল বন্ধন ছেরে,
মুক্ত হয়ে এসো আমার কাছে,
হাত দুটি ধরো আমার সেই আগে মত,.
আকাশে ঝরাতে চাই আজ বুকের ক্ষত,
কান্না গুলো ভাসিয়ে আনন্দ সমুদ্র জলে
পুনরায় প্রেম জাগাবো আজ,
সাজাব জিবন ফুলে ফুলে।


                                         ২৪/০১/২০১৯
                                         রাত ৩-১৭ মিনিট