তোমারে পেয়েছি আজ,
বহু সাধনার পরে।
তাই কত সাধ আকাঙ্খা
মনে আজি ঝরে।
তোমারে পেয়েছি আজ
বহু সাধনার পরে।
কি এমন দেখেছিলাম সে দু আখিতে।
জনম গেলো চলে সে মধু,
পরানে মাখিতে
এত দিন ছিলে দূরে
আজ এলে কাছে
ভুলে গেছি সব আমি ,ভুলেছি আপনারে।
কত সাধনা, কত অপেক্ষার রজনী
পার করে তুমি,
শেষে এলে এ তৃষাতুরের কাছে
নমি তব নমি।


শূন্য এ ভুবনে, সব কিছু লাগে ফাঁকা
নয়নে তোমার বিশ্ব দেখি কি সুন্দর আঁকা।
ধন্যবাদ, শত শত নমষ্কার দিই পদতলে
তোমারে গরেছে যে এমন মায়াবী আদলে।
তোমার রূপ সে তো, নাহি রূপ মোর কাছে,
এ যে সলীল সম বুকে মোর ঝরে।
সে সলীলে মেটাই আমার সকল তৃষ্ণা আমি।
তুমি আজ হও বধু মোর,
আর আমি তোমার স্বামী।


আজ মোরা খেলব খেলা বধু
চলো যমুনা তে।
নাইবো নাচিব আর গাহিব এক সাথে
কে বলেছে চলে গেছে রাধা কষ্ণের জুটি
আমরা বেধে দেব ধরনীতে
চির প্রেম পতাকার খুঁটি।
ছিটাইব জল, ভিজাইব তোমা, যমুনার জলে
ফোটা ফোটা জল বিন্দু, আহা,
ওই সুন্দর ধবল শরীরে তোমার জলে টলমলে।
এসো বধু সুন্দরী, নৃত্য করি,
আনন্দে চারিদিক আলোকিত করি।


  
                                        ১৯ এপ্রিল ২০১৮
                                        বেলা ১১:০৭ মি