স্বপ্নের মেশিন এ দুটো চোখ,
   ঘুরিয়ে যাচ্ছে যাতাকল আর
দেখিয়ে যাচ্ছে রঙ বেরঙের স্বপ্ন প্রতিনিয়ত।
     যা কভু ঘটার নয় ঘটিয়ে যাচ্ছে
যা কভু হবার নয়, হইয়ে দিচ্ছে এ যাতাকল।


দূর হতে দাড়িয়ে  দেখে যাওয়া
   দৃশ্য গুলো, এ মন সাজায় নিজের খেয়ালে,
     সেই সুখি মানুষ গুলোর বদলে
     দেখতে পাওয়া যায় নিজেকে।
যোগ্যতার দেয়ালে আটকে পরা গল্প গুলো
     বাস্তব করে দেয় সেই যাতাকল মেশিন
     যার নাম স্বপ্ন।

মন কল্পিত প্রেয়সী, বাস্তবের কোন বান্ধবী
   যারে কাছে পাবার সাধে
   মন থাকে স্বদা বিরহী।
যারে ভালবাসার কথা কোনো জনমেও
    হবে না বলা, যারে ভালবাসার অধিকার
      ভাগ্যে কভু দেয় নি দোলা,
সেই স্বপের যাতাকল মেশিন টি
       কখনো দেখিয়ে দেয় সেই
      মন কল্পিত প্রেয়সীর হাতে
      ভালবাসার ছোয়া,
      তার বাহু তে স্পর্শ করে
   একান্ত ভাবে দু চারটি ছবি তোলা।
তাই আত্বভোলা নিরাশ মানুষ টিও
    কখনো কিছু ক্ষনের জন্য
            হয়ে ওঠে আত্ববিশ্বাসী।

                      
                                         ৬ এপ্রিল,২০১৯
                                          রাত ১.১০ মি,
                                           ঢাকা