ভালবাসা লুকিয়ে থাকে রাগের ভাঁজে ভাঁজে,
থাকে শীতের রাতের ধোঁয়া ওড়া কফির মগে
আদরের লোভে অভিমান জমা হয় মাঝে মাঝে,
আবেগ বয়ে চলে দুরন্ত গতিতে প্রতিটি রগে রগে।
ভালবাসা প্রানবন্ত হয় সস্তা রেশমী চুড়ির আওয়াজে,
ধোয়া চাদরটার পরতে পরতে জমে থাকে ন্যাফথালিনের মত
উষর হৃদয়ের মরুভূমি একটু ভাল লাগার বৃষ্টিতে ভেজে,
চোখে চোখ রাখলেই তবে জানা যায়, ভালবাসা জমা কত।
ভালবাসা ঢাকা পড়ে ঘোমটার আড়ালে রাঙ্গা হয়ে লাজে,
মিশে থাকে অম্লান হয়ে কাঠগোলাপের ঘ্রাণে
বহুদূরে, যোজন যোজন দূরে থেকেও মনের সব কথা বোঝে,
ভালবাসা বাসা বাঁধে এ প্রাণে, ও প্রাণে।
ভালবাসা করে অসহায়, বানায় নিরুপায়,
তবু অপেক্ষার অশ্রু ঝরে, আশা-ভরসার কথা কয়
ভালবাসলে তবু সব কথা কী মুখে বলা যায়
কিছু কিছু কথা নিজে বুঝে নিতে হয়।