এই সমাবেশের আমি-ই নেতা, দেখতে চাইনা কোন পিশাচের আস্ফালন,
ইথাইল অ্যালকোহল আর গাঁজনের আঙুর রসে
ডুবে থাকা অসৎ বিত্তের বৈভবের পান্ডু বর্ণের মুখে আমি
সেই আশ্রাব্য বাণ চাইনা।  
মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইন এর মিশ্রণে যে সমাজ
যৌবনের দলে স্টিমরোলার চালায় সেই সমাজকে
আমি ধিক্কার জানাই।  
পটাশিয়াম সায়ানাইড নিয়ে ওরা ছুটছে
ধ্বংস করে দেবে এই সবুজে ঘেরা স্বপ্নটাকে ।
এই মঞ্চে বসে থাকা হায়েনার কাছে কৈফিয়ত চাই
যে কলম বৃটিশ তাড়িয়েছে, করেছে ঔপনিবেশিকের অবসান,
যে কলম রক্ত দিয়েছে স্বাধিনে
সেই স্বাধিনতার মুখে কেন যন্ত্রনার মলিনতা?
বিত্তের বিচারে ওরা আজ মধ্যে বা নিম্নে
মুখ গুজে পড়ে আছে কারখানার ঊষা লগ্নে।
ওর কলমে বিপথে চলে যাওয়া সন্তান ফিরে আসে,
অবুঝ সন্তান পড়ে ঘুম
প্রেয়সী তাঁর আবেগের ঢেউয়ে সখার মুখে দেয় সেই আবেগীয় চুম।
ওদের নেবার হাত সার্বজনিন-দেবার হাত রিক্ত
ওরা তোমার ভাষায় সিক্ত ।
আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি বলছি
এই সমাবেশে আমি বলছি –
আমি সেই কবি চাইনা যে গেঁড়ুয়া বসনে পান্ডুলিপি নিয়ে পথে পথে ঘোরে,
সুফি আর মুনশিয়ানার পোষাকে নয়
নয় কোন মুখে খোঁচান শ্মশ্রু ---
সাহিত্যের অবস্থান তোমার কলমে –
জন্মের ধারক –বাহক হয়ে
অধিকারের আগ্রযাত্রা ছুটে আসুক তোমার বল্লমে।
কোকিলের চরিত্রে বলীয়ান হয়ে কাকের আস্তাবল খুঁজোনা—
তোমার পাশেই বসে আছে স্রোতের অনুকূলে কলম ভাসান দল
কোন যুবাকে স্থান দেবেনা।
ওরা স্থান দিতে ভয় পায়, শেষে নিজের খাটিয়াটা না হারায়
তাই চাই সেই কলম যে নিজের অধিকার আদায় করতে জানে
অসাধ্য সাধনের তরে নিজেকে সাজাও সেই সাজে
চেষ্টার শেষ বিন্দুতে তুমি রবে তোমার কলমের মাঝে।
আমি সাবধান করে দিতে চাই যত আছে ভেনাস ফ্লাইট্র্যাপ
যত যুবা আছে সবে ছুটে আসছে, দুর্বার বেগে ঝেড়ে সব ছিন্ন বস্ত্র
ওরা জানে ---
নিজের অধিকার আদায়ে কলমের তেজস্ক্রিয়তাই হল প্রধান অস্ত্র।


মোঃ তৈমুর মল্লিক
২৩/০৬/২০১৪